নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সূচনাটা হয়েছে দারুণ। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তির বিচারে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ইংল্যান্ড, সর্বশেষ আসরের রানার্সআপ তারা। তবে নিগার সুলতানা জ্যোতির দলও বেশ আত্মবিশ্বাসী, জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তারা। নারী ওয়ানডে বিশ্বকাপে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে। ২০২২ বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশকে ১০০ রানে হারিয়েছে ইংলিশরা। লড়াইটা তাই কঠিন হলেও, বিশ্বমঞ্চে এবার নিজেদের প্রমাণের সুযোগ নিগারদের সামনে। ম্যাচের আগের দিন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘এই মঞ্চ আমাদের সামর্থ দেখানোর জায়গা। যেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো আমাদের বিপক্ষে খেলতে আগ্রহী হয়।’ দুই...