জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্যসমাপ্ত নির্বাচনে রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পর নতুন বোর্ডে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করেন এই অভিজ্ঞ ক্রিকেট সংগঠক।অতীতে বিসিবিতে দায়িত্ব পালনকালে বেশ কিছু কঠিন সময় পার করতে হয়েছিল ফারুককে। সাংবাদিকরা জানতে চান, সেই অভিজ্ঞতা থাকার পরও কেন তিনি আবার বোর্ডে ফিরলেন? জবাবে ফারুক বলেন, এখন আমরা সামনে এগিয়ে যাব, আমি পিছনে যেতে চাই না। একটা কথা বারবার বলছি এটা একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে। আমরা সামনের দিকে দেখতে চাই। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।তিনি আরও বলেন, মানুষের জীবনে অনেক ধরনের দুর্ঘটনা হয়, কঠিন সময় যায়। কিন্তু এখন...