সিলেটের মোগলাবাজারে সকালবেলায় ‘উদয়ন এক্সপ্রেস’-এর কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে, ফলে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। তিনি আরও বলেন, “উদ্ধারকারী ট্রেন ইতোমধ্যে রওনা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।” চট্টগ্রাম থেকে সিলেটগামী এই ট্রেনটি দুর্ঘটনার সময় গন্তব্যের পথে ছিল বলে রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সিলেটের মোগলাবাজারে সকালবেলায় ‘উদয়ন এক্সপ্রেস’-এর কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে, ফলে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, ফেঞ্চুগঞ্জ...