বাগেরহাটে কর্মরত সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট সদর মডেল থানার হত্যা মামলায় (মামলা নং-০২) আসামিদের আদালতে প্রেরণ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এর আগে রোববার (৫ অক্টোবর) রাতে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তারা ঢাকার আশুলিয়া থানার আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকার নিউ গোল্ডেন সিটি আবাসিক হোটেলের একটি কক্ষ অবস্থান করছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরা...