দুই দিনের সফরে গতকাল সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি। তার সফরকালে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, আর তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন উপপররাষ্ট্রমন্ত্রী একিনচি। আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাঁচ বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের এ চতুর্থ বৈঠক। আলোচনার পর একটি যৌথ বিবৃতি প্রকাশের কথা রয়েছে, যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং প্রতিরক্ষা সম্পর্ককে অংশীদারত্বে উন্নীত করার দিকগুলো প্রতিফলিত হবে। সফরের প্রথম দিন সোমবার একিনচি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে...