হামাস কর্তৃক ৭ অক্টোবর ২০২৩-এ অপহৃত ইসরায়েলি যুবক তামির নিমরোদির মা হারুত নিমরোদি বলছেন, দুই বছর পরও তিনি জানেন না তার ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে। তবে তিনি “আসলেই আশা” রাখছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা গাজায় বন্দি সব কুলাহলের মুক্তি আনতে সহায়ক হবে। হারুত নিমরোদি বিবিসিকে জানান, তিনি দুই বছর আগে তার ছেলে তামিরের জন্য “সবচেয়ে খারাপ” ভয় পেয়েছিলেন। তামির তখন অ-যুদ্ধ সৈনিক হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করছিল। তিনি বলেন, “তবে এখনও আশা করছি যে সে বেঁচে আছে।” তিনি যোগ করেন, তামির একমাত্র ইসরায়েলি বন্দি যার পরিবারের কাছে এখনও জানানো হয়নি সে বেঁচে আছে নাকি মারা গেছে। ট্রাম্পের ২০-বিন্দুর গাজা শান্তি পরিকল্পনা সম্প্রতি ত্বরান্বিত হচ্ছে। মঙ্গলবার হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করা...