০৭ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম দীর্ঘ দুই বছর পেরিয়ে গেল গাজায় ইসরায়েলি আগ্রাসনের। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলা আজও অব্যাহত। অবরুদ্ধ ফিলিস্তিনের এই ক্ষুদ্র উপত্যকাটি আজ পরিণত হয়েছে এক বিশাল শোকভূমিতে—যেখানে মৃত্যু, ক্ষুধা আর ধ্বংসই একমাত্র বাস্তবতা। দুই বছরে ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৭ হাজার ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় এক লাখ ৭০ হাজার মানুষ। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের আকস্মিক হামলার পরই প্রতিশোধমূলক অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের ঘোষণা ছিল—“হামাস নির্মূল অভিযান।” কিন্তু দুই বছর পরও গাজার আকাশে বোমার শব্দ থামেনি, বরং তীব্রতর হয়েছে। ইসরায়েলি বাহিনী শুধু বিমান ও স্থল হামলাতেই থেমে থাকেনি, সেদিন থেকেই গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে—ফলে...