বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শেষে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত সদস্যসহ মোট ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হয়েছে নতুন বোর্ড। এই নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে, মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, প্রথম সভায় মূলত বিভাগ বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) আয়োজন, দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় থাকবে। ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ কোটা):চট্টগ্রাম – আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবরখুলনা – আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার...