০৭ অক্টোবর ২০২৫, ০৯:০৩ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:০৪ এএম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকীতে উদ্বোধন হতে যাচ্ছে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর পলাশী মোড়ে এই স্মারক স্থাপনা উদ্বোধন করবেন আবরারের বাবা বরকত উল্লাহ। আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আট স্তম্ভের স্বপ্নদ্রষ্টা ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ২০২০ সালের ৭ অক্টোবর, আবরারের প্রথম মৃত্যুবার্ষিকীতে একই স্থানে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ নির্মাণ করা হয়েছিল। তবে নির্মাণের ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেটি ভেঙে ফেলে। তখন এই উদ্যোগের নেতৃত্ব দেন আখতার হোসেন, যিনি পরে ছাত্রলীগের হামলা ও নির্যাতনের শিকার হন। স্মৃতিস্তম্ভে লেখা...