০৭ অক্টোবর ২০২৫, ০৯:০৫ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:০৭ এএম ভারত তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আবারও নজর দিচ্ছে রুশ প্রযুক্তির দিকে। দেশটি রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করেছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনে এই সিদ্ধান্তকে ভারতের সামরিক কৌশল ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের আরেকটি প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা মস্কোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকের উদ্দেশ্য হলো নতুন এস-৪০০ চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা এবং দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সম্প্রসারিত করা। নয়াদিল্লি দুটি বিকল্প বিবেচনা করছে—প্রথমত, রাশিয়ার সঙ্গে যৌথভাবে এস-৪০০ সিস্টেম উৎপাদন করা; দ্বিতীয়ত, সরাসরি রাশিয়া থেকে ক্রয় করা। ভারতের কর্মকর্তারা আশাবাদী, ডিসেম্বরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের...