০৭ অক্টোবর ২০২৫, ০৯:০৬ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:০৭ এএম যুক্তরাষ্ট্রের প্রায় ৫ হাজার প্রাপ্তবয়স্ক ইহুদির মধ্যে ৫৫ শতাংশই গত এক বছরে অন্তত একবার ইহুদিবিদ্বেষী আচরণের শিকার হয়েছেন। আরও ৫৭ শতাংশ অভিযোগ করেছেন, ‘ইহুদিবিদ্বেষ’ এখন ইহুদিদের জীবনের স্বাভাবিকভাবে তিক্ত অভিজ্ঞতা হয়ে উঠেছে। এমনই ভয়াবহ চিত্র উঠে এসেছে অ্যান্টি-ডিফেমেশন লিগ (এডিএল) ও জিউইশ ফেডারেশনস অব নর্থ আমেরিকার (জেএফএনএ) যৌথ জরিপে। সোমবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যম দ্য ল্যাটিন টাইমস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। জরিপটি পরিচালনা করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। এতে দেখা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলবিরোধী হামলার পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদিবিদ্বেষী ঘটনাগুলোর হার ব্যাপকভাবে বেড়ে গেছে। ২০২৪ সালে এডিএল রেকর্ড করেছে ৯ হাজারের বেশি হয়রানি, ভাঙচুর ও হামলার ঘটনা। ১৯৭৯ সালে এ তথ্য সংগ্রহ শুরু হওয়ার...