অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হয় গত ১৩ জুন। এই বৈঠকের পরই জাতীয় নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল সেটি কেটে যায়। এজন্য এই বৈঠকটিকে একটি ঐতিহাসিক বৈঠক হিসেবে বলা হয়েছিল। তবে সেখানে নির্বাচনের বাইরে কী কথা হয়েছিল সে বিষয়ে তেমন কোনো তথ্য গণমাধ্যমে আসেনি। সম্প্রতি বিবিসি বাংলার পক্ষ থেকে তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে দেশে ঘটে যাওয়া নানা প্রশ্নের জবাব দিয়েছেন তারেক রহমান। পাশাপাশি লন্ডনে ড. ইউনূসের সঙ্গে নির্বাচনের বাইরে কী কথা হয়েছিল তা জানিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের কাছে বিবিসি বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়— নির্বাচনের বাইরে ড. ইউনূসের সঙ্গে কোনো কথা হয়েছিল কিনা? জবাবে তারেক রহমান বলেন, ড. ইউনূস একজন বিজ্ঞ মানুষ। সৌজন্যতার স্বরূপ...