আগের ম্যাচেই ইংল্যান্ডের কাছে মাত্র ৬৯ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকান নারী ক্রিকেটাররা। হেরেছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে। সেই দলটিই নিউজিল্যান্ডকে পেয়ে দারুণ প্রত্যাবর্তন ঘটালো। নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউই নারীদের তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। প্রোটিয়াদরে প্রথম জয় হলেও, নিউজিল্যান্ডের এটা দ্বিতীয় হার। বল হাতে ননকুলুলেকো এমলাবা এবং ব্যাট হাতে তাজমিন ব্রিটস ও সুনে লুয়েসের অসাধারণ পারফরম্যান্সের কাছেই রীতিমত বিধ্বস্ত হয়েছে নিউজিল্যান্ড। ননকুলুলেকো নেন ৪ উইকেট। অসাধারণ সেঞ্চুরি উপহার দেন তাজমিন ব্রিটস। ইন্দোরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.৫ ওভারে ২৩১ রানে অলআউট হয়। অধিনায়ক সোফি ডিভাইন খেলেন ৮৫ রানের দারুণ একটি ইনিংস। তার সঙ্গে ব্রুক হ্যালিডের ৩৭ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস ছিল উল্লেখযোগ্য। কিন্তু এমলাবার ঘূর্ণি আক্রমণে হঠাৎ ধসে পড়ে নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপ। এমলাবা ৪০ রানে ৪ উইকেট...