বিশ্বজুড়ে স্টেডিয়াম কাঁপানো গায়িকা টেলর সুইফট এবার বড় পর্দাতেও দেখালেন নিজের দাপট। তার নতুন থিয়েটার প্রজেক্ট ‘দ্য রিলিজ পার্টি অব এ শোগার্ল’ মুক্তি পেয়েছে। এটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ডোয়াইন জনসন ও লিওনার্দো ডিক্যাপ্রিওদের মতো তারকাদের পেছনে ফেলে সপ্তাহ শেষে আয়ের শীর্ষে রইলেন টেলর সুইফট। মুক্তির প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীন বাজারে আয় করেছে ৩৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে আরও ১৩ মিলিয়ন যোগ হয়ে এর মোট আয় দাঁড়িয়েছে ৪৬ মিলিয়ন ডলার। অন্যদিকে, ‘দ্য রক’খ্যাত তারকা ডোয়াইন জনসনের নতুন সিনেমা ‘দ্য স্ম্যাশিং মেশিন’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তিন হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ছবিটি আয় করেছে মাত্র ৬ মিলিয়ন ডলার। এটি প্রত্যাশার চেয়েও অনেক কম। ৫০ মিলিয়ন ডলার খরচ করে নির্মিত এই ছবিতে জনসন অভিনয় করেছেন এক...