পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি ||রাইজিংবিডি.কম পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে বড়শি দিয়ে মাছ শিকারের দায়ে ছয় জেলেকে ৫০০ টাকা করে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। এসময় কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও পায়রা বন্দর নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।আরো পড়ুন:বালিখলা বাজারে মাছের সংকট, বিক্রি নেমেছে অর্ধেকেমা ইলিশ রক্ষায় বরিশালে অভিযান শুরু জরিমানা করা জেলেরা হলেন- মহারাজ খান (৩২), সামসুল হক (৬০), কামরুল আকন (২১), রাসেল চৌকিদার (২৫), জাকির হাওলাদার (৪৫) ও সোহাগ হাওলাদার (২৫)। অপু সাহা...