গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনে অংশ নেওয়া ২৩ জন মালয়েশীয় মানবাধিকার কর্মী আজ (মঙ্গলবার) রাতে দেশে ফিরছেন। স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে তাদের বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ১–এ অবতরণ করার কথা রয়েছে। ‘সুমুদ নুসান্তারা কমান্ড সেন্টার’-এর মহাপরিচালক দাতুক ড. সানি আরাবি আবদুল আলিম এক বিবৃতিতে বলেন, আমরা আল্লাহর অশেষ কৃপায় তাদের নিরাপদ প্রত্যাবর্তনে কৃতজ্ঞ। সুমুদ নুসান্তারা মালয়েশিয়ার এই বীরদের স্বাগত জানাতে আমরা সকল সমর্থক ও গণমাধ্যম বন্ধুদের আহ্বান জানিয়েছি। বৃহস্পতিবার ভূমধ্যসাগরের ‘রেড জোন’ এলাকায় জায়নিস্ট বাহিনী তাদের নৌযান আটক করে। পরবর্তীতে তাদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে সংক্ষিপ্ত সময় আটক রাখার পর মুক্তি দেওয়া হয় এই ২৩ জন মালয়েশীয় নাগরিককে। ইসরায়েলের রামন বিমানবন্দর থেকে গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।...