নব্বই দশকের শুরুতে মুক্তি পেয়েছিল কেভিন কস্টনার ও প্রয়াত হুইটনি হিউস্টন অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘দ্য বডিগার্ড’। এই সিনেমার সিকুয়েলে প্রিন্সেস ডায়ানার সঙ্গে জুটি বেঁধে কেভিন কস্টনারের অভিনয়ের কথা হয়েছিল। এই ভাবনা ভেবেছিলেন ‘রবিনহুড’ খ্যাত অস্কারজয়ী হলিউডের অভিনেতা, নির্মাতা ও প্রযোজক কেভিন কস্টনার। ১৯৯৬ সালে যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর ডায়ানার হাতে সিনেমার চিত্রনাট্যও পৌঁছেছিল। জীবনের নতুন একটি দিগন্ত উন্মোচনের সম্ভাবনা ডায়ানার সামনে হাজির হলেও সেই প্রস্তাবে সায় দেননি তিনি। A post shared by Lady Diana, Princess of Wales (@lady.diana._) এই তথ্য সামনে এনেছে ভ্যানিটি ফেয়ার। ব্রিটিশ রাজপরিবারের সাবেক কর্মচারী পল বারেলেরর লেখা ‘দ্য রয়্যাল ইনসাইডার: মাই লাইফ উইথ দ্য কুইন, দ্য কিং অ্যান্ড প্রিন্সেস ডায়ানা’ বইয়ে এ তথ্য এসেছে। ব্যারেল ছিলেন ডায়ানার বাটলার। ব্যারেল লিখেছেন, “তাকে (প্রিন্সেস...