বাংলাদেশে ডেঙ্গু আজ আর নতুন কোনো রোগ নয়, বরং এক গভীর সংকটের নাম। সাম্প্রতিক বছরগুলোয় এটি মৌসুমী সীমাবদ্ধতা ভেঙে সারা বছরব্যাপী আতঙ্কের কারণ হয়ে উঠেছে। তবে বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গুর বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে ৪৯ হাজার ৯০৭ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ২১২ জন। কেবল সেপ্টেম্বর মাসেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৬৬ জনে। এর সঙ্গে আমাদের গবেষণা তথ্য যুক্ত করলে স্পষ্ট হয় যে, অক্টোবর মাসে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, কারণ এডিস মশার ঘনত্ব এখন ডেঙ্গু বিস্তারের উপযোগী মাত্রায় রয়েছে। রাজধানী ঢাকা এ রোগের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। তবে...