০৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ এএম দীর্ঘদিন ধরে চলমান গাজা সংঘাতের রক্তপাত থামাতে অবশেষে আলোচনার টেবিলে বসেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক শেষ হয়েছে ‘ইতিবাচক’ পরিবেশে। শান্তি প্রক্রিয়ায় এটি এক নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সোমবার (৬ অক্টোবর) মিসরের জনপ্রিয় পর্যটন শহর শার্ম আল-শেখে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে হামাসের প্রতিনিধি দলের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে অংশ নেয় মিসর, কাতার ও যুক্তরাষ্ট্র। আলোচনার মূল লক্ষ্য ছিল গাজায় চলমান সংঘাত থামানোর উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং যুদ্ধবিরতির প্রাথমিক কাঠামো নির্ধারণ করা। আল-কাহেরা টিভির বরাতে আল জাজিরা জানিয়েছে, বৈঠকের পরিবেশ ছিল “ইতিবাচক ও গঠনমূলক”, যা শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে। প্রথম দফার বৈঠক শেষে...