আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। কিন্তু দুঃখজনকভাবে কিডনির সমস্যা প্রথম দিকে টের পাওয়া বেশ কঠিন। কারণ, বেশিরভাগ সময় এই অসুখের উপসর্গগুলো খুবই নরমাল বা হালকা মনে হয়—যার ফলে আমরা সেগুলো এড়িয়ে যাই।বিশেষজ্ঞরা বলছেন, কিডনির অসুখ অনেক সময় রাতে কিছু নির্দিষ্ট লক্ষণের মাধ্যমে জানান দেয়। আপনি যদি নিয়মিত এই লক্ষণগুলো দেখেন, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।চলুন, জেনে নিই রাতের বেলা দেখা দেওয়া এমন ৫টি সাধারণ উপসর্গ যা কিডনি সমস্যার পূর্বাভাস হতে পারে:রাতে পা ফুলে যাওয়াসকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলার যত উপকারদিনের শেষে বা সন্ধ্যার পর পা, গোড়ালি বা পায়ের গোঁড়ালিতে ফুলে যাওয়ার প্রবণতা যদি লক্ষ্য করেন, এবং সকালে ঘুম থেকে উঠে তা কিছুটা কমে যায়—তবে এটি কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। শরীরে সোডিয়ামের ভারসাম্য...