তহবিল ব্যবহারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ, ফিলিপাইনসহ ১০টি দেশে ব্লকচেইনভিত্তিক প্ল্যাটফর্ম ফান্ডসচেইন ব্যবহার করছে বিশ্বব্যাংক। এরই মধ্যে পরীক্ষামূলক বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংক তাদের ব্লগে গত ২৯ সেপ্টেম্বর এই তথ্য প্রকাশ করে। ফান্ডসচেইন পদ্ধতিটি এরই মধ্যে ১০টি দেশের ১৩টি প্রকল্পে পরীক্ষামূলক বাস্তবায়ন সফলভাবে সম্পন্ন হয়েছে, যা শিল্পখাতে স্বীকৃতি পেয়েছে। ২০২৬ সালের জুনের মধ্যে এটি উন্নয়নশীল দেশগুলোর প্রায় ২৫০টি প্রকল্পে বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন২০২৪ সালে বাড়তি গরমে অর্থনীতির ক্ষতি ২১ হাজার কোটি টাকাতুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংকবিশ্বব্যাংকের সহযোগিতায় হবে ১০ লাখ যুবকের প্রশিক্ষণ বাংলাদেশে রেজিলিয়েন্স এনট্রেপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টে এ ফান্ডসচেইন ব্যবহার করা হচ্ছে। এ প্রকল্পটি ৩ হাজার ২০০টি গ্রামে নারী উদ্যোক্তাদের উদ্যোগ শুরু করতে, গর্ভাবস্থা-সংক্রান্ত ব্যয় মেটাতে, স্যানিটেশন উন্নত করতে এবং...