পিরোজপুরে সোমবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে দেশের স্বার্থে একটি জায়গায় আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি, এখানে বিভিন্ন রকম মত থাকবে—এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশেই এটা আছে। আসুন, আমরা সেই ঝগড়া-ফ্যাসাদ থেকে কিছুটা হলেও সরে আসি।”আরো পড়ুন:রাজশাহী বিএনপির সদস্য সচিবের সঙ্গে আহ্বায়কের বিরোধগণভোট ও পিআরের দাবি জাতিকে বিভক্ত করছে: সালাহউদ্দিন গণভোট ও পিআরের দাবি জাতিকে বিভক্ত করছে: সালাহউদ্দিন সোমবার (৬ অক্টোবর) বিকেলে পিরোজপুরের বয়োজ্যেষ্ঠ বিএনপিকর্মী মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “আমরা রাজনীতি করি। আমাদের মূল শক্তি বাংলাদেশের জনগণ। কাজেই জনগণই আমাদের অনুপ্রেরণা। এ দেশের মানুষ স্বাধীনভাবে যতবার ভোট দেওয়ার সুযোগ...