রিচার্ড ম্যাক্কিনি—একজন প্রাক্তন মার্কিন সেনা কর্মকর্তা। আফগানিস্তান, ইরাকসহ মুসলিম প্রধান দেশগুলোতে যুদ্ধ করেছেন তিনি। দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতা ও প্রচারমাধ্যমের বিভ্রান্তিকর প্রোপাগান্ডা তার মনে মুসলিমদের প্রতি জন্ম দিয়েছিল গভীর ঘৃণা। তার দৃঢ় বিশ্বাস ছিল—ইসলাম সহিংসতার ধর্ম, আর মুসলিমরা আমেরিকার জন্য হুমকি। সেই ঘৃণাই একসময় তাকে ঠেলে দেয় এক ভয়াবহ সিদ্ধান্তে—একটি মসজিদ উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ষড়যন্ত্রই একসময় হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ, রিচার্ড ম্যাক্কিনি শেষ পর্যন্ত নিজেই ইসলাম গ্রহণ করেন। ২৫ বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করা রিচার্ড আহত অবস্থায় আফগানিস্তান থেকে ফিরে আসেন। যুদ্ধ শেষে তার মধ্যে জমে থাকা ক্ষোভ ও হতাশা ক্রমে মুসলিমবিদ্বেষে পরিণত হয়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হতো, পৃথিবীর সব সমস্যার মূল ইসলাম।” সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সেই...