দক্ষিণী সিনেমার অভিনেতা ও তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট থালাপাতি বিজয়। গত ২৭ সেপ্টেম্বর, তামিল নাড়ুর করুরে তার রাজনৈতিক দলের জনসভা ছিল। সেখানে পদদলিত হয়ে ৪১ জন মারা গেছেন। এ নিয়ে তোলপাড় চলছে ভারতের রাজনৈতিক অঙ্গনে; ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আলোচনা কম হয়নি। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। থালাপাতি বিজয়ের সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। সহশিল্পীর জনসভায় পদদলিত হয়ে এত মানুষের মৃত্যু প্রসঙ্গে মন্তব্য জানতে চাওয়া হয় কাজলের কাছে।মূলত, চেন্নাইয়ে একটি জুয়েলারি দোকান উদ্বোধনে অংশ নেন কাজল আগারওয়াল। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। সেখানে বিজয়ের জনসমাবেশকে কেন্দ্র করে করুরে ঘটে যাওয়া ট্র্যাজেডি সম্পর্কে জানতে চাওয়া হয় কাজলের কাছে। জবাবে এ অভিনেত্রী বলেন, “সকলেরই সাবধান হওয়া উচিত। আমি রাজনীতি নিয়ে মন্তব্য করব না। এটা অন্য একটি প্ল্যাটফর্ম।”আরো...