০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪০ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ এএম যুদ্ধবিরতি আলোচনার মাধ্যমে শান্তির আশায় যখন মিসরের পর্যটন শহর শারম এল শেখে বসেছে ফিলিস্তিন ও ইসরায়েলি প্রতিনিধিরা, ঠিক সেই সময়ই গাজা উপত্যকায় আবারও রক্ত ঝরেছে। যুদ্ধবিরতি আলোচনার দিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১০ ফিলিস্তিনি। ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলছে—আলোচনার টেবিলে শান্তির বার্তা দিলেও মাঠে কেন চলছে গুলির ঝড়? সোমবার সকালে শুরু হয় গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা, যেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, মিসর, কাতার, ইসরায়েল ও হামাসের প্রতিনিধি। কিন্তু সেই আলোচনার দিনই গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরিচালনা করে ‘সীমিত’ আকারের হামলা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা-এর তথ্য অনুযায়ী, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১০ জন ফিলিস্তিনি প্রাণ হারান, যাদের মধ্যে ৩ জন নিহত হন খাদ্য...