ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করছে উত্তর কোরিয়ার সেনারা। আবার চীনও এই যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে এমনটাই দাবি পশ্চিমাদের। এবার এই ইস্যুতে পশ্চিমাদের দাঁতভাঙা জবাব দিয়েছে রাশিয়া।ইউক্রেনের অভিযোগ, মস্কোকে গোয়েন্দা তথ্য দিচ্ছে বেইজিং। আর সেই তথ্যেই নাকি ইউক্রেনের বিরুদ্ধে বাজিমাত করছে রাশিয়া।এর আগে ইউক্রেনের বিদেশি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা ওলেহ আলেকসান্ড্রোভ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইউক্রিনফোকে বলেন, টার্গেটের স্যাটেলাইট তথ্য রাশিয়াকে সরবরাহ করছে চীন। এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে পেসকভ বলেন, রাশিয়ার নিজেরই মহাকাশ সক্ষমতা রয়েছে। বিশেষ সামরিক অভিযান পরিচালনার সক্ষমতাও রয়েছে রাশিয়ার।ক্রেমলিনের ভাষায়, ইউক্রেনের বিরুদ্ধে আরও ভালোভাবে মিসাইল হামলা চালাতে চীন যে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে কিয়েভে দাবির ভিত্তি নেই। যুদ্ধক্ষেত্রের পুরোটা কভার করার সক্ষমতা রয়েছে রাশিয়ার।এবার এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশেগত...