মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধের অবসান পরিকল্পনা নিয়ে সোমবার (৭ অক্টোবর) মিশরের লোহিত সাগরের উপকূলীয় শহর শারম আল-শেখে ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস পরোক্ষ আলোচনায় বসেছে। মিশরের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, এই আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলগুলো বন্দি ও আটক ব্যক্তিদের মুক্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে। মিশর ও কাতার এই মধ্যস্থতার দায়িত্ব পালন করছে। রয়টার্সের খবর অনুযায়ী, প্রথম দফার আলোচনা গভীর রাতে শেষ হয়েছে এবং মঙ্গলবার নতুন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হামাসের ইসরায়েল আক্রমণ ও গাজা যুদ্ধের দুই বছর পূর্তি হওয়ার সময় এই আলোচনা শুরু হওয়ায় এটিকে অনেকেই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসানের সম্ভাবনা হিসেবে দেখছেন। যুদ্ধবিরতি চূড়ান্ত করতে এখনও অনেক বাধা রয়ে গেছে, যার মধ্যেই ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। আল-জাজিরা জানিয়েছে,...