লক্ষ্মীপুরে ৫ বছরের শিশু কন্যা ফারিহা সুলতানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ফারুক হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ফারুক হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল সোমবার রাত ১১টার দিকে পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। ফারুক হোসেন আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে। পারিবারিক বিরোধ ও মাদকের টাকা না পেয়ে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় হোসেন মাদকের টাকা ও পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহা সুলতানাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে রক্তাক্ত অবস্থায় বাড়ির পুকুরে শিশুটিকে ছুঁড়ে ফেলে দেন।...