০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৬ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৬ এএম কুমিল্লার চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামে সুদের টাকা আদায়ের উদ্দেশ্যে আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় বোরহান উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর “ চান্দিনায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন” শিরোনামে ইনকিলাব অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে রাত ১১টার দিকে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন অভিযুক্ত বোরহানকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। আটককৃত বোরহান উদ্দিন চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম রাত সাড়ে ১২টায় আটকের বিষয়টি...