আসন্ন ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ। ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। এ পর্যায়ে শুধুই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার পালা। সে জন্যই চলতি মাসে দুটি করে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা। সে উপলক্ষে নিজেদের স্কোয়াডও ঘোষণা করেছে তারা। মূলত আন্তর্জাতিক বিরতির এ সময়গুলোতে ম্যাচগুলো দিয়ে তারা খেলোয়াড়দের চূড়ান্তভাবে যাচাই করে দেখতে পারবে। ম্যাচের একাদশ ও খেলার কৌশল নিয়ে এসব প্রীতি ম্যাচে পরীক্ষা–নিরীক্ষা চালিয়ে থাকেন কোচরা। সে লক্ষ্যেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলতে আগামী ১১ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে। যদিও ভেনেজুয়েলা ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। প্রীতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়। আবার মাঝখানে দুই দিন বিরতি দিয়ে ১৪ অক্টোবর শিকাগোয় আরেকটি প্রীতি ম্যাচে...