গতকাল (৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন।নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং বরিশাল বিভাগের ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সাখাওয়াত হোসেন। এবারের নির্বাচন নিয়ে নানা বিতর্ক থাকলেও আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, সব দেশের সব সেক্টরের নির্বাচনে এমন বিতর্ক থাকে। বুলবুল জানান, গঠনতন্ত্র ও বিধিমালা মেনেই তারা নির্বাচন করেছেন। তবে যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বুলবুল বলেন, ‘প্রথমেই সোজাসাপ্টা একটা স্টেটমেন্ট দিতে চাই। আমরা সবাই একসাথে কাজ করতে চাই বাংলাদেশের ক্রিকেটে। কারা ক্রিকেট বোর্ডে আছে কারা ক্রিকেট বোর্ডে নেই- সমস্ত স্টেকহোল্ডারদের আমরা আহ্বান জানাবো বাংলাদেশের ক্রিকেটের কাজে...