নিজস্ব প্রতিবেদক : এক ভিসায় ঘোরা যাবে উপসাগরীয় ছয়টি দেশ— এমনই এক যুগান্তকারী উদ্যোগ নিতে যাচ্ছে 'উপসাগরীয় সহযোগিতা পরিষদ' (জিসিসি)। নতুন এই ভিসার নাম দেওয়া হয়েছে ‘জিসিসি গ্র্যান্ড টুরিস্ট ভিসা’। চলতি বছরের শেষ প্রান্তিকে— অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। জিসিসিভুক্ত ছয়টি দেশ— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত— এই ভিসার আওতায় থাকবে। একক এই পর্যটন ভিসা শেনজেন ভিসার মডেলে তৈরি করা হচ্ছে, যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে চালু রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের অর্থ ও পর্যটনমন্ত্রী এবং আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মারি জানান, এই উদ্যোগ আঞ্চলিক পর্যটন খাতে সমন্বয় আরও গভীর করবে এবং উপসাগরীয় অঞ্চলকে একটি একক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলবে। আমিরাতের সরকারি সংবাদ সংস্থা WAM-কে দেওয়া...