এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন বলেন, ‘বর্তমানে চট্টগ্রামে জেলা প্রশাসক নেই। তবে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, নতুন জেলা প্রশাসক আসলে একই পদে যারা তিন বছরের বেশি কর্মরত আছেন, তাদের সবাইকে নিয়মমতে বদলি করার জন্য। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। তাছাড়া এরই মধ্যে বদলি প্রক্রিয়া শুরু হয়েছে।’তিনি আরও বলেন, ‘অনেকের বিরুদ্ধে মামলা বা অভিযোগের তদন্ত চলমান আছে। এটি চলমান প্রক্রিয়া। তবে কারও বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ...