নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এসওয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়ের আগমনের একটি পুরোনো ভিডিও আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আফ্রিকার এই রাজা অত্যন্ত আড়ম্বরের সঙ্গে বিমানবন্দরে পৌঁছেছেন তাঁর একাধিক স্ত্রী ও বিশাল অনুচরবৃন্দের সঙ্গে। ভিডিওটি প্রথম প্রকাশিত হয় গত জুলাইয়ে। এতে দেখা যায়, রাজা মসোয়াতি তৃতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে ব্যক্তিগত জেট থেকে নামছেন। তাঁর পেছনে সারি সারি সাজানো তাঁর স্ত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিডিওতে লেখা ছিল, “স্বাজিল্যান্ডের রাজা ১৫ স্ত্রী ও ১০০ জন চাকর নিয়ে আবুধাবিতে এসেছেন। তাঁর বাবা রাজা সোবুজা দ্বিতীয়ের স্ত্রী ছিলেন ১২৫ জন।” খবরে আরও বলা হয়েছে, রাজার সঙ্গে তাঁর প্রায় ৩০ সন্তানও সফরে উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক রাজকীয় সদস্যের আগমনে বিমানবন্দরের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয় এবং নিরাপত্তার স্বার্থে...