রাজধানী ঢাকায় আজ (মঙ্গলবার) তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। তবে দিনের মধ্যেই হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থাকবে। একই সঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়লেও আবহাওয়া গরম ও আর্দ্র অনুভূত হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা...