গত ৩ অক্টোবর একটি পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের শিরোনাম ছিল ‘আস্থার সংকটে পুঁজিবাজারে নিষ্ক্রিয় ৬২ হাজার বিনিয়োগকারী’। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সর্বশেষ তথ্যের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে গত ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৫) ঢাকার পুঁজিবাজারের ৬২ হাজারেরও বেশি ক্ষুদ্র বিনিয়োগকারী পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।তাঁদের মধ্যে আবার এমন তিন লাখ ৪৩ হাজার বিনিয়োগকারী আছেন, যাঁরা তাঁদের সমুদয় শেয়ার বিক্রি করে দিয়েছেন এবং এর ফলে তাঁদের বেনিফিসিয়ারি হিসাব (বিও) শেয়ারশূন্য হয়ে পড়েছে। অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীর তালিকায় তাঁদের নাম থাকলেও তাঁরা এখন আর সেখানকার প্রকৃত বিনিয়োগকারী নন। মোটকথা, দেশের পুঁজিবাজার এখন চরম আস্থাহীনতার সংকটে আকণ্ঠ নিমজ্জিত। এ অবস্থা দেশের পুঁজিবাজারের জন্য তো বটেই, এমনকি দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও একটি বড় দুঃসংবাদ। এমন দুঃসংবাদে রাষ্ট্রের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট...