গাইবান্ধার সুন্দরগঞ্জে গবাদিপশুর তড়কা রোগ (অ্যানথ্রাক্স) প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে ভয়ভীতি দেখিয়ে সরকার নির্ধারিত ৮০ পয়সার ভ্যাকসিনের দাম আদায় করা হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। নির্ধারিত মূল্যের বাইরে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলার প্রায় ২ লাখ পশুকে ভ্যাকসিন দেওয়ার কথা। এ হিসেবে প্রায় অর্ধকোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করবেন ভ্যাকসিন কার্যক্রমে জড়িতরা। খামারিদের অভিযোগ, সম্প্রতি অ্যানথ্রাক্স মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত শতাধিক গবাদিপশু আক্রান্ত হয়ে মারা গেছে। এই সুযোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মীরা সরকারি দামের চেয়ে ২০-৩০ টাকা বেশি নিচ্ছেন। দুর্যোগের মুহূর্তে সেবা প্রদানের বদলে টাকা আদায়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। জানা যায়, পাশের রংপুর জেলার পীরগাছাসংলগ্ন সুন্দরগঞ্জ উপজেলা। পীরগাছায় তড়কা রোগে এ পর্যন্ত ২ জন মারা গেছেন এবং ৭...