গতকাল সোমবারের (০৬ অক্টোবর) বৈঠকের পর আজ মঙ্গলবার (৭ অক্টোবর) আবারও আলোচনায় বসবেন প্রতিনিধি দলগুলো। এই আলোচনার লক্ষ্য—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথ তৈরি করা। প্রথম দিনের বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়—বন্দি বিনিময়, যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশ। হামাসের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, ইসরায়েলের অব্যাহত বিমান হামলা বন্দি বিনিময় আলোচনাকে কঠিন করে তুলছে। হামাসের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খালিল আল-হাইয়া ও জাহের জাবারিন। গত মাসে দোহায় ইসরায়েলি হামলায় প্রাণে বেঁচে যাওয়া এই দুই নেতা আলোচনায় সক্রিয় ভূমিকা রাখছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত বন্দি বিনিময় সম্পন্ন করতে চান, যাতে তাঁর পুরো শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে গতি আসে।’ তিনি জানান, ‘আমাদের টিম এখনই কাজ করছে যেন বন্দিদের মুক্তির...