অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কমবে—এ সিদ্ধান্ত জানা যাবে আজই। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় এক মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত অক্টোবর মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুসারে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের নির্দেশনা আজ বিকেল ৩টায় প্রকাশ করা হবে। গত ২ সেপ্টেম্বর সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে, আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমে দাঁড়ায় ১ হাজার ২৭৩ টাকা। একই সময় অটোগ্যাসের দামও প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়। চলতি বছরের জুনে...