গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা চলার মধ্যেই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত শুক্রবার থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে গাজা যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় বসেছেন উভয় পক্ষের প্রতিনিধিরা। হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের এই পরোক্ষ আলোচনাটি চলছে মিশরে। প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে আহ্বান জানিয়েছিলেন ফিলিস্তিনি ভূখণ্ডে বোমাবর্ষণ বন্ধ করতে, যাতে আলোচনার পথ প্রশস্ত হয়। তবে এরপরও গাজায় হামলা অব্যাহত রয়েছে। এদিকে মিশরের সম্প্রচারমাধ্যম আল-কাহেরা নিউজ জানায়, সোমবার লোহিত সাগরের অবকাশকেন্দ্র শার্ম আল-শেখে দুই পক্ষের প্রতিনিধিদল আলোচনায় বসে। সেখানে তাঁরা যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী বন্দী ও আটক ব্যক্তিদের মুক্তির প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে...