রাজস্ব আদায় বাড়ানো ও কর ফাঁকি রোধে সরকারি সংস্থাগুলোর তথ্যভান্ডার একীভূত করতে একটি বড় ধরনের ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পেমেন্ট গেটওয়ে, বেসরকারি খাতের ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে সংযুক্ত করা হবে।এ ছাড়াও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিকল্পনা কমিশন, সরকারি ক্রয় কর্তৃপক্ষ এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তরকেও এই নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে প্রয়োজনভিত্তিক বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। সম্প্রতি পরিকল্পনা কমিশনে ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটা)’ প্রকল্পের অধীনে অনুষ্ঠিত এক বৈঠকে তথ্য একীভূতকরণ ও জাতীয় ডেটা গভর্ন্যান্স অথরিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। BP 101বৈঠকে...