উদ্ধার হবে হালদা বাঁকখালী, সুতাং, সাতলা, আলাইকুড়ি ও বারনই পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ নজর দিচ্ছে সরকার। এরই অংশ হিসাবে দেশের বিভিন্ন জেলায় অবস্থিত ৬টি বিপন্ন নদী পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য পরিকল্পনা কমিশনের কাছে পৃথক ছয়টি প্রকল্প প্রক্রিয়াকরণের অনুরোধ জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। প্রাথমিক হিসাবে এবং বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৩০০ কোটি টাকা। নদীগুলো উদ্ধার করা গেলে নাব্যতা বৃদ্ধি, নদীপথে পরিবহণব্যবস্থার উন্নয়ন, নদীসংলগ্ন এলাকায় কৃষিজমি ও আবাসভূমি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষা এবং শুষ্ক মৌসুমে নদীর পানি সেচকাজে ব্যবহারে শস্য উৎপাদন বাড়ানো যাবে বলে মনে করছেন প্রকল্পসংশ্লিষ্টরা। পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ থেকে ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে কার্যক্রম বিভাগে। খবর সংশ্লিষ্ট সূত্রের। পুনরুদ্ধারের জন্য যেসব প্রকল্প প্রস্তাব করা হয়েছে, সেগুলো হলো-চট্টগ্রাম জেলার...