জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছিলেন এম ইসফাক আহসান। তবে আওয়ামী লীগের অঙ্গসংগঠন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চাঁদপুরের মতলব থেকে নৌকা প্রতীকের মনোনয়ন চাওয়া নিয়ে সমালোচনার মুখে নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে বিসিবি পরিচালক পদ থেকে তাকে সরিয়ে দিয়েছে এনএসসি।সোমবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।তিনি বলেন, গণমাধ্যমের কল্যাণে ইসফাক আহসানের বিতর্কিত অতীত সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমরা এরমধ্যেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোমবার নতুন পরিচালকের নাম জানিয়ে দেওয়া হবে।এর আগে, বিসিবি নির্বাচনে তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি দুজন পরিচালক এনএসসি কোটা থেকে এসেছেন। বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের পরিচালকরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যার ফলে মোট ১৯১...