আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তৃতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে অভিযুক্ত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। একই সঙ্গে কোনো সরকারি পদেও নিয়োগ পাবেন না। সোমবার (৬ অক্টোবর) রাতে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (তৃতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশে একটি নতুন ধারা (২০সি) যুক্ত করা হয়েছে। ধারাটিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সংশ্লিষ্ট ব্যক্তি চারটি ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। আরও পড়ুনগুম-খুন-অপরাধে অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে সেনাপ্রধান কিছু বলেননিকুষ্টিয়ায় ৬ হত্যা: ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবরসুধাসদনের সম্পত্তি জয়-পুতুলকে দান করেন শেখ হাসিনা তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকা; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হওয়া; প্রজাতন্ত্রের...