গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ পরিবেশে শেষ হয়েছে। এই আলোচনাকে গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় বন্ধের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) মিসরের শার্ম আল-শেখ শহরে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেয় হামাসের প্রতিনিধি দল এবং মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আজ মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন আল-কাহেরার বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রথম দিনের আলোচনায় সম্ভাব্য যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য সমঝোতার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এদিকে, সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মিসরে চলমান আলোচনায় তার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার...