ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফকে নেতৃত্ব ও সুশাসনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি প্রদান করেছে। মঙ্গলবার কুয়ালালামপুরে আইআইইউএম-এর ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন একাডেমি ক্যাম্পাসে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক প্রধান ও পাহাংয়ের টেংকু আমপুয়ান, টেংকু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইসকান্দারিয়া এই ডিগ্রি প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন টেংকু আজিজাহ, যিনি শেহবাজ শরিফের চার দশকেরও বেশি সময় ধরে দূরদৃষ্টি, শৃঙ্খলা ও মানবিক সহানুভূতির সঙ্গে জনসেবায় নিবেদিত নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, শেহবাজের প্রবর্তিত ‘পাঞ্জাব এডুকেশন এনডাওমেন্ট ফান্ড’ হাজারো শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করেছে, যারা আগে তা কল্পনাও করতে পারেনি।’ টেংকু আজিজাহ মালয়েশিয়া ও পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে জানান, বর্তমানে আইআইইউএম-এ ৮৯ জন পাকিস্তানি শিক্ষার্থী অধ্যয়নরত এবং এখন পর্যন্ত ৩২১...