আবরার ফাহাদ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতির আত্মমর্যাদা, স্বাধীন চিন্তা ও প্রতিরোধের প্রতীক উল্লেখ করে অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সোমবার (৬ অক্টোবর) ডাকসু ভিপি আবু সাদিক কায়েম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের স্বার্থ রক্ষা এবং অন্যায্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আধিপত্যবাদী শক্তি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতে ২০১৯ সালের ৭ অক্টোবর নির্মম ভাবে শহীদ হন আবরার ফাহাদ। এই আত্মত্যাগের মধ্য দিয়ে গোটা জাতির আত্মমর্যাদা, স্বাধীন চিন্তা ও প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন আবরার ফাহাদ। আরও পড়ুন:আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপিউপস্থিত থেকেও উদ্ধারে এগিয়ে না আসায় দায় এড়ানোর সুযোগ নেইবঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নতুন নাম ‘শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ’ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ...