যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসে ইন্টার্নশিপে আগ্রহ থাকতে পারে অনেকের। এ প্রোগ্রামে ভর্তিতে আবেদন শুরু হয়েছে। এই আন্তর্জাতিক ইন্টার্নশিপে অংশ নিতে পারবেন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকরা। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন গোল্ডম্যান স্যাকসের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও বৈশ্বিক আর্থিক খাতে হাতে-কলমে শেখার সুযোগ। এশিয়া-প্যাসিফিকের বিভিন্ন শহরে সিউল, টোকিও, সাংহাই ও হংকংয়ে কাজের সুযোগ রয়েছে শিক্ষার্থীদের। এই অফ–সাইকেল ইন্টার্নশিপ প্রোগ্রামটি ৩ থেকে ১২ মাস মেয়াদে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা সরাসরি অভিজ্ঞ পেশাদারদের তত্ত্বাবধানে কাজ করার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নত করতে পারবেন। ইন্টার্নশিপের ক্ষেত্র ও অবস্থান—২০২৫–২৬ শিক্ষাবর্ষে নিম্নলিখিত পদগুলোতে আবেদন নেওয়া হচ্ছে—সিউল: ইনভেস্টমেন্ট ব্যাংকিং; অফ–সাইকেল ইন্টার্নশিপ (২০২৫)সিউল: গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চ; সিজনাল/অফ–সাইকেল ইন্টার্নশিপ (২০২৬)সাংহাই: গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চ; সিজনাল/অফ–সাইকেল ইন্টার্নশিপ (২০২৫)হংকং: গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চ; সিজনাল/অফ–সাইকেল ইন্টার্নশিপ (২০২৫)হংকং:...