বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, তার প্রভাব পড়েছে দেশটির ঐতিহ্যবাহী বেনারসি শাড়ি ব্যবসায়। উত্তর প্রদেশের বারানসি অঞ্চলের ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে রফতানি কমে যাওয়ায় তাদের বিক্রি অর্ধেকে নেমে গেছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকার এই শাড়ি ব্যবসায়ীরা। বারানসির ৫৫ বছর বয়সী তাঁতি মোহাম্মদ আহমেদ আনসারি জানান, কয়েক দশক ধরে বেনারসি শাড়ি বুনে জীবিকা নির্বাহ করছেন তিনি। তবে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশে রফতানি কমে গেছে। “আগে যেভাবে ব্যবসা চলত, এখন আর তা নেই,” বলেন তিনি। বেনারসি শাড়ি তার সূক্ষ্ম কারুশিল্প, বিলাসবহুল সিল্ক এবং সোনা-রূপার সূচিকর্মের জন্য বিশ্বজুড়ে পরিচিত। একটি শাড়ি তৈরি করতে সময় লাগে তিন থেকে ছয় মাস পর্যন্ত, যার দাম এক লাখ রুপি বা তারও বেশি। বিশেষ...