বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সভাপতি পদে তার বিপরীতে কোনো প্রার্থী না থাকায় তিনি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। বুলবুল এর আগেও অন্তর্বর্তীকালীনভাবে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়ে তিনি এ দায়িত্বে ছিলেন। এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক নির্বাচনে অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এখন তিনি নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চলে ভোটগ্রহণ। গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবির মোট ২৫ পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে এনএসসি কোটায় দুইজন এবং বাকি ২৩ জন তিনটি ক্যাটাগরির মাধ্যমে নির্বাচিত হন। আরো পড়ুন :যেখানে প্রতিভা...